বহু যুগের ওপার থেকে ফিরে আসে ভালবাসা ।
শতাব্দী কেটেছে, গড়েছি তিলে তিলে প্রেমের ছবি ,
শত পুরনো ক্যানভাসে,রঙ - তুলির মলিন আঁচড়,
উঠেছে জেগে সুদূর -এর ভালবাসার প্রতিচ্ছবি ॥
এত দিনের অপেক্ষার শেষে,লোক চক্ষুর অন্তরালে,
বাসবে কি ভাল আমার সকল অক্ষমতা কে,
আজ ও তারা খসে পড়ে, আজও মন তোমায় খোঁজে,
অনুভূতি আজ ও অটুট বিশ্বাসে বলে, বিলীন হব এ ভালবাসায়॥