আমি শুধু তোমাকেই আপন করে পেতে চেয়েছি!
প্রখর রোদে যখন এলোমেলো চুল লেপ্টে থেকেছে কপালে,
মন খুঁজেছে তোমার অবাধ্য আঙ্গুল আলগোছে!


তোমার হাত ধরে হেঁটে যেতে চেয়েছি দিগন্তের কমলা সীমায়।
যেখানে গোধূলির আলো মেখে আকাশ নববধূ সাজে,
শাড়ীর আঁচলে খুঁজে পেয়েছে সলাজে আশ্রয়!


আমি তোমার গভীর দুচোখে ডুবে যাব ভেবেছি!
কুড়িয়ে নেব এক সমুদ্র সমান নোনা উষ্ণতা ত্বরিত গতিতে,
সামলে রাখব আজীবন মনের চোরা কুঠুরিতে!


হৃদয়ের এই টালমাটালে যেখানে তাকাই, ফেরা হয়না
জানো, আটকে থাকি অতীতের লম্বা ঝুল বারান্দাতে।
হাতড়ে বেড়াই অবুঝ মনের প্রিয় কিছু গলিঘুঁজিকে!


৩১.০১.২০২২
কলকাতা