আমি একটা চিলেকোঠা খুঁজছি!
যার জানলা দিয়ে আকাশনীলে মন ভাসিয়ে দেয়া যায়।
সেদিকে তাকিয়ে আমার অপরাহ্ন গুলো সেজে উঠবে আলগা রঙের মায়ায়।


সেই চিলেকোঠায় রাখবো আমার ছোটবেলা!
হলদে হয়ে আসা পুরোনো কটা চিঠি,
বেশ  কিছু পুরোনো বই একপাশে ছড়িয়ে ছিটিয়ে,
অতীতকে ছুঁয়ে থাকবে আমার অযত্নে রাখা একালবেলা!


আর রাখবো,আদরে মোড়ানো একটা কবিতার খাতা!
সাথে কিছু প্রিয় পাতা বাহার,
মন কেমনের বিকেল গুলো অস্ত যাবে পশ্চিমে,
খোলা জানলা দিয়ে একমুঠো বাতাস  এসে দোলা দেবে।
স্বপ্নের অগোছালো আগামী সাজিয়ে নেবো জলরঙের টানে!


০৯.০২.২০২২
কলকাতা