অন্ধকারের বুক চিরে নিঃশ্ছিদ্র লাল আভা,
আন্দোলনে নেচে নেচে যায় সাগর থেকে সৈকতে!
বেলাভূমি মেতে ওঠে রংয়ের মজলিশে,
বিদায় জানায় সঙ্গী মন খারাপেরা॥
ফুরিয়ে আসা দিনটি দিয়ে যায় কমলা বিকেল,
ঘন নীল সাগরে ঢেউ এর ওঠা পড়া,
একদল রঙ্গীন বসন্তের কিচিরমিচির,
পেছনে পড়ে থাক মধ্যবিত্ত রোজনামচা!
তিরতির কেঁপে ওঠা নারকেল গাছের পাতায়
গলে পড়ে জ্যোত্স্না-
রাতের কি অসীম সুখ ছিলো পাওনা,
তীব্র আঁধারে গর্জন তীব্রতর-
গোপনে, অতি সন্তর্পণে মনের অলি গলি হেঁটে দেখা!