ওই হলদে ওড়না টা দখিনা বাতাসে দুলে যায়,
শহর জুড়ে নেমে আসে প্রেমের অলিন্দ,  
লাল, নীল , গোলাপী আবির এর ফুলেল সমাগমে,
ডুব দিয়ে ভেসে ওঠে রঙ্গিন বসন্ত!


বসন্ত আগমনের আঙ্গিনায়
আমার এক পশলা আটপৌরে ভালো লাগা,
আগুন রাঙ্গা পলাশ আর বাসন্তী রাঙ্গা যৌবন!
ভৈরবী সুরে গেয়ে ওঠে রঙ্গিন বসন্ত!


রুক্ষ প্রকৃতির, জীর্ণ দুয়ারে
হাত ধরে আসে শিমূলে অশোকে,
ভালোবাসার কবি গেয়ে ওঠে,
মাদলের বাজনায় নেচে ওঠে রঙ্গিন বসন্ত!


এই রুদ্র প্রখর পৃথিবীর দুর্নিবার অগ্নিশিখা,
ছুঁয়ে দিয়ে যায় ওস্ঠাধরে তীব্র তরঙ্গ,
বসন্ত দূত ডেকে ওঠে'
শরীর বেয়ে নেমে আসে রঙ্গিন বসন্ত॥