মুঠো বন্দী সময়ের দরজায় দাঁড়িয়ে
স্মৃতির পাতায় যাতায়াতে ,
চলমান সময়কে বয়ে যেতে দেখেছি
ক্রমাগত অবক্ষয়ে, নির্বিবাদে !
পুরাতন সুখ স্মৃতির দোটানায়,
পিছিয়ে যাই পলকে বিশ বছর!
দিব্য চোখ বুজলেই ভেসে ওঠে,
মেয়েবেলার সেই সবুজ চাপান উতোর !


সময়ের উজানে একটা দুটো রূপালী রেখা,
তবু ফেলে আসা সময়কে সরণি হেঁটে দেখা,
ছাই চাপা পড়ে থাক একপাশে সকল হতাশা,
এ জীবন আমারই ছিলো ? নিজেকেই জিগ্গাসা !
অখন্ড অবসরের পথে ধাবমান এ জীবন ,
এরাই থাকবে বাণপ্রস্থে, কি বলিস মন ?