অলীক স্বপ্নের হাতছানি,
দিচ্ছে না নিশ্চিন্তির অনুভূতি।
দূরে কোথায় দূরে,
বাঁশিওয়ালার মন খারাপ সুরে!
স্বপ্ন যেন কৃষ্ণগহ্বর!
হৃদয়ের গোপন আর্তি নয়, শোনা যায় শুধুই হাহাকার!
পাল্টে যায় দৃশ্যপট!


আপোষহীন জীবনের অল্প দাবী,
সময়ের সাথে হয়ে উঠছে দামী!
ভাল থাকা আর ভাল রাখার দোটানায়,
জীবন যৌবন বয়ে যাচ্ছে যমুনায়!
সত্যি মিথ্যের দোলাচল,
তৈরি হচ্ছে নাটকে অন্য কোলাহল!