কখন‌ও কি খুঁজেছো আমার ভিতর,
আমার চরিত্রের নীল দেয়ালের গা ঘেঁষে
কখনো দাঁড়িয়ে থেকেছো
ঘন্টার পর ঘন্টা ......
আমার স্বপ্নের সোনালী ঝর্ণার জল
কত শতসহস্র মাইল পথ পার করে,
থেমে গেছে তোমার ভাবকাঠামোর স্পর্শে,
অথচ তুমিই জানতে পারোনি !
তুমি কেবলই নিজ হৃদয়ের কুঠুরিতে
বাঁচিয়ে রেখেছো কিছু অতৃপ্তি, কিছু ব্যবধান।
এক সমুদ্র ভালোবাসা আজ‌ও ,তোমার
ঘাড় ঘোরানোর প্রতীক্ষায় ।।
আমার জটিল, সরল, অতিসরল, নমনীয়
শূন্যতার কৃষ্ণগহ্বর এক নতুন মহাভারতের
খোঁজে বিলীন হতে চেয়েছে তোমার অনন্তে ;
অথচ তুমি অনুভব করোনি কখন‌ও!!
তোমার বিদেহী অপরাধবোধের সুরে,
সহস্রবছর ধরে,
প্রতিনিয়ত আমি গেয়েছি গান ;
অথচ তুমি শুনতেই পাওনি  !!
আমার কলমের কালি হয়ে উঠতে চেয়েছে
সুবর্ণরেখা, আমার উষ্ণতার নীহারিকা
নতজানু হয়েছে তোমার মননের সম্মুখে  ;
তুমি দেখতেই পাওনি কখন‌ও !!
আমার চোখ, কান, হাতের তালু, শিরা -
উপশিরা, অস্থি মজ্জার অণু পরমাণু
উন্মত্ত হতে চেয়েছে তোমার বেদনার
মদিরা পান করে, তোমার অশ্রাব্যতার ছন্দে
দুলে উঠতে চেয়েছে আমার কোমর ...;
তুমি বুঝতেই পারোনি কখন‌ও!!
নাকি তুমি বুঝেছো ..,
দেখেছো, অনুভব করেছো আমার প্রতিটা
দীনতা, আমার দৃষ্টির অগোচরে অন্তর্লীন
কৌতুকরসে,
তোমার চোখের পাশে,
কুঞ্চিত হয়েছে সংশয়ের চামড়া ...
হয়তোবা তুমি আরও অনেক পথ চলে গেছো
আমার ধারণার সীমা পার করে,
আসলে হয়তো বুঝিনি আমি‌ই ...।।
আমার সম্পূর্ণতার তরোয়াল তবু,
অবোধ শিশুর মত,
তোমার রক্তের অপেক্ষায় দিন গোনে...
অবিরাম....দিন গুনে চলে ...!!