কোথা থেকে হাওয়া আসে ঐ দেখো,
ঐ দেখো মেঠো পথ বেঁকে  যায়,
নদী নালা আকাশের খুশীতে,
গাছপালা ফুলে ফলে ভরে যায় ।


ঐ দেখো মানুষের  শবদেহ,
দেখে যাও চারিদিকে হাহাকার,
জীবন - জীবাণু সংকটে,
কোথা যেন মুছে  গেছে অনাচার ।


ঐ দেখো কেঁদে ওঠে দাম্ভিক ,
ঐ দেখো দিশাহারা কোটিপতি ,
দেখে যাও মৃত্যুর আহ্বানে,
নুয়ে পড়া ধ্বজাহীন রাজনীতি ।


ঐ দেখো হিন্দুর পাশাপাশি মুসলিম ,
দেখে যাও ধর্ম - জাতের হাতে লন্ঠন,
ঐ দেখো বাবুদের পাশাপাশি মজদুর,
সারি দিয়ে চাল ডাল বন্টন ।


ঐ দেখো পড়ে থাকা মুঠোফোন,
মানুষের পাশে রাখা বইগুলো,
উন্নত প্রাণীদের  ঘাম ছোটে,
ফিরে পেতে প্রথমের দিনগুলো।


বিশ্বাসে - অভ্যাসে লড়ে দেখো,
ঐ দেখো সংকেত অশনি ,
পড়ে দেখো মৃত্যুর ভাবনায়,
সচেতন হয়ে ওঠা জীবনী । ।