ওরা ঝড়ের মাঝেও খুঁজতে জানে,
বাঁচতে জানে, মরতে জানে,
রাজনৈতিক কবল থেকে,
হালকা সরে পড়তে জানে।।
ওদের কাছে দেবদেবী সব,
ভাতের থালায়, ঘরের চালে,
ওদের থেকেই শিখতে হবে,
জীবনযুদ্ধ কাকে বলে..।।
ওরা ভরাট মনে আধপেটা খায়,
স্বপ্ন দেখে, স্বপ্ন মোছে,
ওদের যত দেবদেবী সব,
ঘুরছে ওদের আগে পিছে।
তবুও যখন প্রলয় ঘনায়,
মৃত্যু আসে আঁধার রাতে ,
আমরা সবাই রেশন তুলি,
এটাই বিভেদ ওদের সাথে।।
তবুও ওরা হাসতে জানে,
একটা বেলার খাবার পেলে,
ওদের সব দেবদেবী যে,
ভাতের থালায়, ঘরের চালে ।।