এটা আমার তোমাকে নিয়ে লেখা প্রেমের
একশো আশি সংখ্যক কবিতা ; তুমি আমাকে
ভালো না বাসলেও জানি পড় আমার কবিতা
বছরে ছটা করে তিরিশ বছরের ফসল ।
আমার প্রশ্বাসে , আমার হৃদয়ে তোমার অবস্থান
আমার পথচলা , আমার স্বপ্ন তোমাকে নিয়ে
শিখিয়েছে আমার কবিতালেখা
নাম অনুল্লিখিত থাকলেও তুমি জান
প্রতিটি কবিতার প্রতিপাদ্য কে
পরিযায়ী পাখির মতো প্রতি বসন্তে
তোমার আগমন , শিলাবতীর শান্ত নদীতে
তোমাকে নিয়ে ভাসি ছোট্ট এক পানসিতে
রূপনারাণের রূপালি ইলিশের মতো
আকর্ষণীয় তোমার শরীর
কুমুদের শুভ্রতা তোমার হৃদয়ে
থর মরুভূমির দুপুরের উষ্ণতা
আমাজনের রহস্যময়তা তোমাকে ঘিরে
মন উদাস জলপিপির করুণ আকুতি ।


আমি একতরফা ভালোবেসে যাব
তোমার উপেক্ষা সত্ত্বেও
গৈরিক মাটির দেশে রচে যাব আমার কানন
একথা জেনেও যে তুমি ভালোবাসো না আমাকে
তবে এটুকু সান্ত্বনা জেনে তুমি
পড়বে আমার কবিতা , এই প্রেমের কবিতা ।