মানুষ ইচ্ছে করলেই দূরের দেশে যেতে পারে
সমুদ্রের গভীর তলদেশে কী আছে জানতে পারে
ওজোনস্তরে ক্ষত হলেও বিপদসংকেত দিতে পারে
সূর্যে বিস্ফোরণ হলেও আমরা জানতে পারি
আমাজনের গভীর জঙ্গলের রহস্য উন্মোচন করতে পারে
যা ছিল দুর্গম তা এখন সুগম বিজ্ঞানের দৌলতে
স্যাটেলাইটের সুবাদে আবহাওয়ার আগাম খবর জানি
তবু আমরা কত অসহায় প্রকৃতির কাছে
এক নিমেষেই ধূলিসাৎ হয় একটা ভূকম্পনে
ভূপ্রকৃতি পরিবর্তিত হয় , স্বপ্ন মুছে যায়
সুনামি লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়
দাবানলে অস্ট্রেলিয়ার বনভূমি ছারখার হলে
মানুষ অসহায় হয় পশুদের সাথে
গ্লোবাল ওয়ার্মিংয়ে মেরুপ্রদেশের বরফ গলে
সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে আমরা অসহায়
আমরা মানুষ মারার অস্ত্র আবিষ্কার করি
বনাঞ্চল সাফ করে বসতি গড়ে তুলি
ভূ-অভ্যন্তরের সম্পদ  আহরণ করে ওজন লঘু করি
ইরাক , সিরিয়া , ইয়েমেনে গৃহবিবাদ লাগাতে পারি
অথচ মানুষ নিজেদের বাঁচাতে এককাট্টা হতে পারে না
রাষ্ট্রীয় মদতপুষ্ট হানাদারবাহিনী ধ্বংসযজ্ঞ চালালেও
আমরা কিছু করতে পারি না , বিপন্নরা অসহায়
প্রকৃতির হাতে ক্রীড়নক যেমন
রাষ্ট্রীয় ক্ষমতার কাছেও ততোধিক
আমাদের বীরত্ব দুর্বলের বিরুদ্ধে
আমাদের কৌশল বিভেদ বাড়াতে
আমাদের চাতুর্য ঘর গড়তে নয় , ঘর ভাঙতে
আমরা পারি না ভাইরাসের বিরুদ্ধে লড়তে
আমরা পারি না প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে দাঁড়াতে
আমরা পারি না মারণরোগ প্রতিহত করতে
আমরা পারি না মৃত্যুর হাত হতে নিজেকে বাঁচাতে
আমরা কত অসহায় , কত অসহায়তার শিকার !