তিলে তিলে সঞ্চিত ধন
জমিয়ে পাহাড়প্রমাণ
মনে মনে আত্মতুষ্টি
বাড়লো তোমার মান ?
অনেক কিছু  কিনবে বলে
গেলে যখন বাজারে
অবাক হয়ে জানলে তুমি
অচল টাকা -- আহা রে !
সিকি টাকা আধুলি তো
চলে না আর আজকাল
ভেবেছিলে আজকে না হয়
করবো খরচ সামনে সাল ।
কী হলো লাভ কঞ্জুসিতে
করে এমন সঞ্চয়
এখন তো সব জলে গেল
তোমার ধনের অপচয় ।