শাবল গাঁইতি কোদাল বেলচা চালিয়েও যার
যায় না পাওয়া নাগাল
কেবলই পণ্ডশ্রম
তপসে ফেলুদা অবিরত মননশীল
প্রোফেসর শঙ্কুও নির্জন কক্ষে গবেষণায় রত
তবু হয়না এর রহস্য উন্মোচন
অধারাই থেকে যায় চিরকাল ।