ইতিহাস কথা বলে
ইতিহাস ফিরে আসে
ইতিহাসের মৃত্যু নেই , ইতিহাস অমর
ইতিহাস স্থবির নয় , ইতিহাস সচল
ইতিহাস নড়েচড়ে
এদেশ থেকে ওদেশে
সমতল থেকে পাহাড়ে
এ-প্রান্ত থেকে ও-প্রান্তে
ঘুরেফিরে আসে
কখনো ভিয়েতনামে
কখনো কিউবার অলিগলিতে
তবু সাম্রাজ্যবাদীরা শিক্ষা নেয় না
ভুলে যায় অতীত
ওরা ভাবে বন্দুকের নলে
আর বেয়নেটের খোঁচায়
ক্ষমতার উৎস , দাবিয়ে রাখার চাবিকাঠি
সায়গন ওদের শিক্ষা দেয়নি
হাভানার কথা ভুলে গেছে
ভুলে গেছে সোভিয়েতের পরিণতি
কাবুল কান্দাহার হেরাটে গজনীতে
যাদের শিক্ষায় শিক্ষিত ছাত্রদল
তারাই সমূলে উৎখাত করে
মদতপুষ্ট তিনলক্ষ সশস্ত্র বাহিনী পরাভূত
সত্তর আশি হাজারের নগ্নপদ অশিক্ষিত যোদ্ধা
শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে
সুশিক্ষিত শক্তিধর রাষ্ট্রের দম্ভ ধূলিসাৎ করে
ওড়ায় বিজয়পতাকা -- শত অপপ্রচার পদদলিত করে
শান্তির বারতা আনে দুয়ারে দুয়ারে ।
অতীতের রোমক সাম্রাজ্যের বিজয়রথ স্তব্ধ
অটোম্যানদের সাতশো বছরের বৈজয়ন্তী নমিত
দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসান
এসব থেকেও শিক্ষা না পাওয়ার
পরিণতি আজ হাতে হাতে ।