এই  আমরা যে শহরে বাস করছি
সেখানেই ছিল অরণ্য
বৃক্ষ নদী গাছপালা আর
যত সব প্রাণী বন্য
পিছু হঠে হঠে কেউ লুপ্ত
কেউ হতে পারে বিপন্ন  ।
ওই যে পাহাড় দূরে দেখি
আগে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল
আমরা ছুরি কাঁচি চালিয়ে তাকে
ছোট করে দিয়েছি
তার হাড় গুঁড়ো করে
আমরা বানাই সড়ক , গৃহ ‌।
ঠিক এই যেখানে দাঁড়িয়ে আছি
এখানেই ছিল সাগর
শঙ্খ প্রবাল শুক্তি ছিল
আজ তারা পিছতে পিছতে
তরঙ্গ যখন খর্ব , কমে আসে
নোনা বাতাসের আনাগোনা
আমরা তখন কংক্রিটের বাড়ি
বানাতে বানাতে তাকে আরো
দূরে সরিয়ে দিই ।
আমাদের অনাগত শিশুরা কি
তবে কেবল রূপকথায় শুনবে ?