খাই দাই বাজনা বাজাই
পরের চরকায় তেল দিই নাই
খাটি হাঁটি পাট কাটি
ফালতু কাজে সময় করিনা মাটি
চড়ি গাছে , চড়ি ট্রেন , চড়ি গাড়ি
পরের কথায় করিনা কারো কানভারি
অসুখবিসুখ নেই সুখ নেই সুখ
প্রতিবেশীর বুঝি দুখ
দোকানে যাই রেশনে যাই বাজারে যাই
রাতে ডাকিয়ে নাক ঘুমাই
অপরের কথায় নাক গলাই না
কারো পাকাধানে মই দিইনা
খেটেখেটে হিমসিম
তুলি কপি তুলি সিম
নিমডালে দাঁত মাজি , নিজের কাপড় নিজে কাচি
হুজুগে গুজবে কখনো না নাচি
কানাকানি জানাজানি সব জানি সব বুঝি
মুখে ভাত গুঁজি , নাকে না গুঁজি
এই আছি এই নাই
কী দরকার ভাই
অতশত সাতেপাঁচে
চাই প্রাণ বেশি বাঁচে
খাটি খাই খাটি খাই
আজ আছি কাল নাই ।