নিমতার নিমগাছে পাতা নাকি মিষ্টি
আমতার আম তিতা , এ কী অনাসৃষ্টি !
বেলডাঙার বেলগুলো বড় বড় ফুটবল
কুলতলির কুল নাকি তাল তাল গোল গোল !
কেশপুরের মাঠে মাঠে কালো কালো কেশচাষ
পায়রাডাঙ্গায় নেই নাকি পায়রার বসবাস !
সন্দেশখালি গেলে পাবে নাকো সন্দেশ
বীরনগরের লোকজন বীর নয় ভীরু বেশ !
যেও নাকো মাথাভাঙ্গা , ভেঙে দেবে মাথাটি
বজবজে গেলে তুমি পাবে বেশি চাপাটি ।
বাদুড়িয়ায় বাদুড়ের এত বেশি উৎপাত
ঘাটালে খাটাল নেই , সব কিছু উৎখাত ।
শান্তিপুরে নেই কোন শান্তি , কেবলই অশান্তি
কোন্নগরে গেলে হবে দূর অবসাদ শ্রান্তি ।
নামে শুধু ইংলিশবাজারই , নেই কোন ইংরেজ
জঙ্গিপুর  শহরে ছিল যত জঙ্গি , ছিল তত তেজ ।
আরাম হয়েছে হারাম আরামবাগ শহরে
ধুলোভরা ধুলিয়ান , লেক পাবে মিরিকের নগরে ।
হরিনঘাটায় নাকি ঘুরে বেড়ায় বাঘে ও হরিণে
মেমারির ঘটনাটা ভুলে গেছি ,নেই আমার স্মরণে ।