আমি কি কোন নির্জন দ্বীপে বসবাসকারী একক অস্তিত্ব
নাকি স্বেচ্ছায় নিজেকে বিচ্ছিন্ন রেখেছি জগতের  বন্ধন
কাটিয়ে অবরুদ্ধ রেখেছি কোন আশঙ্কায় ?
প্রণয়ের অভিনয়ে ক্লান্ত আমি ; নিঃস্বার্থ প্রণয়ের
বড় আকাল এখন চারিদিকে ; প্লাবিত বুকের
বেদনায় পরাহত ব্যর্থ অপত্যদায় ; অপচিত লগ্নের
ব্যর্থতা গোপন করে এক পরিত্যক্ত দ্বীপে পড়ে আছি


তুমি দীর্ঘনিংশ্বাস ছেড়েও খুঁজে পাবে না আমাকে
কঠিন কংক্রিটের জীবন এড়িয়ে
আমি একা একা হেঁটে যাব মৃত্যুর দুয়ারে
ভরা ফাল্গুনের বিকশিত কাঞ্চনের দিনেও
আমাকে খুঁজে পাবে না তুমি ।