"পরস্য  ন পরস্যেতি
মমেতি ন মমেতি চ ।"
(পরের অথচ পরের নয়
আমার অথচ আমার নয়)


নদীকে বললাম , তুমি কার ?
নদী বলে , পাহাড়ের কাছে যাও
পাহাড় নতশিরে বলে , মেঘের কাছে বলো
মেঘ কালোমুখে বলে , সাগর জানে
সাগর তুফানহাসি হেসে বলে , আমার কী দাম
যদি না নদী আমায় গর্ভবতী করতো !


কেউ চিরকাল থাকে না ! যে হস্তীপক্ষী বাচ্চা হাতিকে
নখরে উড়িয়ে নিয়ে যেত তারা আজ কোথায়
সেই ডোডো পাখি পায়ে পায়ে ঘুরে বেড়াতো
তারাও হারিয়ে গেছে আমাদের পিতামহ প্রপিতামহের মতো ।


বুকের বাঁদিকে একটা তীব্র কম্পন
সেলফোনের ভাইব্রেশনের মতো
আমাকে নিয়ে যাবে গুপ্ত প্রকোষ্ঠে
গহন তিমিরে -- ছিলাম কার , তখন কার
চোখের সামনে বিসুভিয়াসের অগ্নিউদগিরন
সাইবেরিয়ার ভয়ঙ্কর শীতলতা
ছুড়েফেলা খেলনা -- ভূমিকম্পের আট রিক্টারস্কেল
যেমন ভূপৃষ্ঠের মানচিত্র বদলে দেয়
একদিন আমরাও তেমন হরপ্পা হয়ে যাব !