কোন্ আম খেতে চাও
ল্যাংড়া না হিমসাগর ?
খেতে পারো তোতাপুরী
এগুলো তো বেশ ডাগর ।
গোলাপখাস আগে পাকে
গোলাপের রঙ পাবে
পাকা বেলের বাসেভরা
বেলখাস আম খাবে ।
কালাপাহাড় কাঁচা হলে
এত টক খাওয়া দায়
আর যদি পেকে থাকে
মধুকে হার মানায় ।
যদি বৌ আম খায়
নিয়ে যাও বৌ পছন্দ্
আগেকার দিনে যত রানিরা
খেতেন শুধুই রানি পছন্দ্ ।
ম্যাট্রাজের জুড়ি নেই
স্বাদে ও রসে ভরা
কিষাণভোগে ছোট আঁটি
টসটসে শাঁসভরা ।
দুধে আম ছোট ছোট
চুষে চুষে খায় লোকে
কোহিতুর রপ্তানি করে
লোকে কাঁদে সেই শোকে ।
আলফানসোর এত দাম
চলে যায় বিদেশে
ফজলিটাই পাই বেশি
তাই খাই অবশেষে ।
বৌ সোহাগী কারা খায়
বৌয়ে না খায় স্বামী ?
গুলি আম এত ছোট
সস্তা ও কম দামি ।
আম্রপালি খাবে নাকি
আয়ত্তে দামটাও
মল্লিকা পেলে কথা নেই
যত খুশি তত খাও ।
চৌসাও স্বাদু বেশি
খেতে  নহে মন্দ
বৈশাখ এলেই আসে
পাকা আমের গন্ধ ।
কাঁচামিঠা কাঁচা খায়
পাকলে কেউ খায় না
দুধ সর পেলে হাতে
কেউই তা দেয় না ।
লক্ষ্মণরেখা ও কালীভোগ
আজকাল মেলে না দেখা
যদিও হাতে মেলে লম্বাটে
আঁশময় সুবর্ণরেখা ।
মিছরিদানা আমের
মিছরির মতো দানা
খিরসা বা অরুনা
স্বাদ নেই জানা ।
হাঁড়িভাঙা আম আছে
ছাতাপরাও আছে নাকি
এখনো কত আমের
নাম শুধু জানা বাকি ।
কলাবতী ফুলের নামে
আম আছে শুনেছি
আপেল আমের কথা
বই থেকেই জেনেছি ।
বারোমাসি আম আছে
বারো মাস মেলে তা
আমচাষ কাকে বলে
জানে তা মালদা
মুর্শিদাবাদেও হয়  জানি
নানা জাতের আম গো
আমের ইংরেজি তাই
লোকে বলে ম্যাঙ্গো ।