অপেক্ষমান
         জামাল ভড়
বারবার ফিরে আসি ঠিক এই জায়গায়
ডাল লেকের পশ্চিম তীরে হজরতবাল দরগার ধারে
এই চিনার গাছের তলে ; ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি
ঘাসের কার্পেটে আর আমার কপোতচক্ষু খোঁজে তাকে
সেই কবে দেখা শ্রাবণের মেঘের চুল , বর্ষণসিক্ত চোখ ;
সময় জানতে চাওয়ার সাথে কাছে আসা , ক্ষণিকের
আলাপ তবু সেই কোমল স্বরের অনুরণন আজও
আমার হৃদয়ে পণ্ডিত রবিশঙ্করের মোহনকোষ রাগ ।


প্রতিবার আসি কখনো এপ্রিলে টিউলিপের সময়
কখনো অক্টোবরে আপেলপাড়ার সময়ে
একবার ডিসেম্বরেও এসেছি তার খোঁজে
তবু সেই পাকা আপেলের গণ্ডদেশ , টিউলিপের ঠোঁট
হেমন্তের চিনার পাতার রঙের সালোয়ার আর দেখিনি
আমার কখনো কাশ্মীর দেখা হলো না
না গিয়েছি আমি ইউস মার্গে , না গিয়েছি পহেলগামে
গুলমার্গ বা সোনমার্গটাও ঘোরা হয়নি
ওস্তাদ বিসমিল্লাহ খাঁর করুণ সানাই আমাকে
ঠিক এখানেই টেনে আনে । প্রথম তিরিশের সেই বয়স
থেকে আজ শেষ চল্লিশে কতবার এসেছি মনে নেই
চিরকাল আমি অপেক্ষমান থাকতে রাজি সেই
বাড়িয়ে দেওয়া একমুঠো আখরোট হাতের জন্য ।