ভদ্রলোকের মেয়ে ওগো
আমার কথা শুনছো ?
ক্ষুদ্র কথায় যখনতখন
কেনই অত কাঁদছো ?
জানি তোমার হৃদয়মাঝে
আছে কোমল মতি
কাঁদলে তুমি অশ্রু যেন
সাগরতলের মোতি ।
চক্ষু মোছ , একটু হাসো
দুঃখ যাক না উড়ে
নতুন করে না হয় নিলে
জীবনখানা গড়ে ।
অশ্রুপাতে শরীর পতন
চোখের কোণে কালি
পৃথিবীতে কেবল দুঃখে
পূর্ণ নহে খালি ।
দুঃখ সুখের ভব-সাগর
বুঝতে তুমি শেখো
জীবন-নদী জোয়ার জলে
ভরবে তখন দেখো ।
মেঘের পরে রৌদ্র ওঠে
আলোয় ঝলমল
মেঘলা আকাশ দেখে কেন
মনটি টলমল ।
আর কেঁদো না আর কেঁদো না
ছিচকাঁদুনি মেয়ে
প্রজাপতি , ফুলের পানে
রইলে না হয় চেয়ে ।
হাসতে শেখো ভালোমেয়ে
দুঃখ যাও না ভুলে
মিশতে শেখো সবার সাথে
মনটি তোমার খুলে ।
একটু না হয় বসলে তুমি
নদীর কাছে গিয়ে
তোমার ব্যথা লাঘব করো
স্রোতের জলে দিয়ে ।