ঘুরে এলাম এই তো সেদিন
ফুলকিয়া ও লবটুলিয়া
যেথায় প্রিয় লেখক ছিলেন
বনবিভাগের চাকরি নিয়া ।
কোথায় গেল সেই অরণ্য
কোথায় ঘনবন
সেথায় এখন বসত গড়ে
অনেক লোকজন ।
আমিই যেন সত্যচরণ
ঘুরি এদিক ওদিক
একটা লোকে আমার দিকে
হাসছে ফিকফিক ।
কে তুমি ভাই হাসছ কেন
করছোই বা কী ?
' এখনো কটা গাছের চারা
বসাতে আছে বাকি' ।  
তুমি কি তবে যুগলপ্রসাদের
হও বুঝি কিছু ?
'আমি হলাম তাঁরই নাতি'
বললে মাথা  করে নিচু ।