প্রস্তর যুগ থেকে লৌহ যুগ
লৌহ যুগের পরে তাম্র ব্রোঞ্জ
একের পর এক যুগ এসেছে , চলে গেছে
স্টিলের যুগ পেয়ে অনেক কিছুই টেঁকসই হয়েছে
গুহার মানুষের পাথরের শস্ত্র থেকে
লক্ষ গুণে উন্নত শস্ত্র এখন হাতের মুঠোয়
ঘোড়ার গাড়ি থেকে হাওয়া গাড়ি , বাষ্পচালিত ট্রেন ,
পাতাল ট্রেন , বিমান , রকেট ,
চাঁদ নাগালের মধ্যে , মঙ্গলে জলের অনুসন্ধান
অনেক দূর গেছে মানুষ
হৃত যৌবন পুনরুদ্ধার -- সব
পৃথিবীটা হাতের মুঠোয়
কেবল ভূমিকম্প , সুনামি , টাইফুন , টর্নেডোকে বশে
আনতে অপারগ আর অপারগ আচমকা আবির্ভূত
কোন সূক্ষ্মিতিসূক্ষ্ম জীবাণুকে প্রতিরোধ করতে
একটা ঝাঁকুনি মানেই হাহাকার
একটা হড়পা মানেই ত্রাহি ত্রাহি
সভ্যতার একধাপ আর উষ্ণায়নের তিনধাপ
কোভিডের পরবর্তী পদক্ষেপ কী
কে বলতে পারে !