কোন্ সে অতীত সুদূর অতীত পড়ছে আমার মনে
ফ্রক ছেড়ে শাড়িপরা ঘুরছে মনের কোণে
লম্বা কালো চুলের বেণী দোলায় চলায় ছিল ছন্দ
কোথায় গেল হারিয়ে সে-দিন , কপাল এমন মন্দ ।
আমার চোখের কোণে জমে টুকরো টুকরো মেঘ
হচ্ছে ক্রমে ঘনীভূত নামবে বৃষ্টি বাড়ছে যেন বেগ
শুভ্র জীবন হঠাৎ দেখে রঙিন শাড়ির  দোলাচলা
দোলা তো নয় যেন সে আপন মনের পথভোলা
নিশীথ রাতের অন্ধকারে যখন থাকিও একা
চোখের সামনে দাঁড়িয়ে থাকে পাই যে তার দেখা
হৃদয় শোণিত লাল সিঁদুরের অসমাপ্ত প্রেমকাব্য
কুরে কুরে খায় মর্মজ্বালা হারায়  জীবন-নাব্য ।