দেশভেদে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়
ব্যক্তিভেদে আমরা মুখে কুলুপ এঁটে থাকি
বাড়ির পাশে কোন দেশে আশি নব্বইয়ের দশকেও
টেলিভিশন দেখলে সমাজ নষ্ট , দেশ নষ্টের অজুহাতে
টেলিভিশন দেখা অপরাধ -- তখন চুপ করে থাকি
ভেলুপিল্লাই প্রভাকরণের  কার্যাবলি সাহসী পদক্ষেপ
চে গেভারা বিপ্লবী , গেরিলা , বুদ্ধিজীবী , সুচিন্তক
হো চি মিন বিপ্লবের প্রতীক কমরেড হো
মাও ৎসে তুং হত্যা তো করেননি , বিপ্লব করেছেন
বুশের সময়ে কোন গণহত্যা হয়নি ,
তিনি বিপন্ন দেশে মানবসেবা করেছেন
উন্নত দেশে এলোপাথাড়ি গুলি চললে সেটা 'গুলিতে নিহত' আর কোন কোন দেশে
গোলাগুলি হয় সন্ত্রাসী হামলা
সোভিয়েত  আফাগানিস্তানের প্রভূত উপকার করেছে
শুধুমাত্র দাউদ খানকে মদত দিয়ে
রাজা জাহির শাহকে উৎখাতই করেনি ,
দেশছাড়া করেছিল , গণমাধ্যম নির্বিকার
অথচ এই দেশ কখনো কারো অধীনে যায়নি
এখন পরাধীনতা থেকে মুক্ত হয়ে এবং
সোভিয়েত বা আমেরিকার পাপেটদের
উৎখাত করে এখন আফগানিস্তানে কত অনাচার
কত অবিচার , নারীনির্যাতন , নারীস্বাধীনতাহরণ ,
বিপন্ন মানবতা , আদিমযুগের শাসনের প্রত্যাবর্তন
গণমাধ্যমের ঘুম নেই
অথচ নিজের দেশে স্বয়ং সেবক যা করে
মিডিয়া দেখে না কিন্তু
আফগাননারীদের বেদনায় মর্মাহত
তাদের দেশ অন্ধকারে নিমজ্জিত
একবিংশ শতকের তৃতীয় দশকেও একটা দেশ
কীভাবে বেছে নেয় তমিস্রাময় ভবিষ্যৎ
মিডিয়ার দুশ্চিন্তার শেষ নেই !