গাছের আরেক নাম বৃক্ষ তখনই বুঝি
যখন ভোরের আবছা আলোয় ঋক্ষের মতো
দুপায়ে দাঁড়িয়ে দুহাত তোলার ভঙ্গিতে বলে ,
একদিন সব ধুয়ে মুছে যাবে , সূর্যের নীচে
তোমরা বইয়ের পাতায় আমাকে খুঁজে বেড়াবে ।
এখন সবুজ কালিতে যখন প্রতিদিন আঁকি ছবি
তোমরা আমার ছায়ার হরফ পড়তে পারো না
সেদিন নদী হবে শরীরের ভাঁজে জমা ঘাম
তখন মনে হবে আহা ! একটু ছায়া যদি পেতাম !