বাদল দিনের প্রথম কদম ফুল
               জামাল ভড়
আমার সেই প্রথম যৌবনে দেখা
যার রূপের ছিলাম আমি গুণমুগ্ধ
উল্কাপাতের মতন আগমন প্রস্থান
আচমকা এক মরা ফাগুনের প্রাহ্ণে
গূঢ় ঐন্দ্রজালিক অবচেতনায় তার
অশরীরী ছায়ার উপস্থিতিতে বিচলিত
মন উদাস করা বাউলের গানে ডুবে যাই
করি অবগাহন সাময়িক সুখস্মৃতি ।


সেই নীলপাড়ের সাদা শাড়ি , বুকের উপর
বই চেপে যাতায়াত ; ক্ষীণ মধ্যমা আর
উন্নত ঢেউখেলানো বক্ষাংশের অমলিন
স্মৃতি আজ নিঃসঙ্গতার দিনে ভেসে ওঠে
ফিরে আসে মনে বাদল দিনের প্রথম
কদম ফুলের উগ্র মাতালকরা সৌরভে
আমার সাময়িক বেদনা হয় দূরীভূত ।