ছুটির দিনে রেজিনা যায় গ্রাম বোয়ালঘাটায়
গ্রামের পথে নদীর ধারে দিব্যি সে দিন কাটায়
চারিদিকে গাছগাছালি কত রকম চাষ
সরল সোজা গ্রামের মানুষ করে সেথা বাস
আকাশচুম্বী বদ্ধ শহর ভাল্লাগে না মোটে
সুযোগ পেলে তাই সে নিজের গাঁয়ে ছোটে
কড়াইশুঁটির ক্ষেতের মাঝে আলের পথ ধরে
কাকার মেয়ে সাথে থাকে , দুজনেতে ঘোরে ।
রবীন কাকুর নাওয়ে চড়ে নদী বিদ্যাধরীতে
বিকেলবেলা বেরিয়ে পড়ে নদীর বুকে ঘুরিতে ।
বাল্যকালের দিনগুলো তার ছিল মধুময়
সে-দিনের কথা এখন স্মৃতি হয়েই রয় ।