বাঁচতে হলে জল চাই জল
নইলে জীবন নিষ্ফল
অকারণে বন্ধ কর জলের অপচয়
নইলে ফল হাতেহাতে জীবন অবক্ষয় ।


বৃক্ষ লতা সবুজ ভূমি
দৈনন্দিন আমরা চুমি
বাঁচতে তাদের দাও , কর নাকো নষ্ট
বৃষ্টি পাবে বাতাস পাবে হবে নাকো কষ্ট ।


বৃক্ষরোপন করে ধরায় নামাও বৃষ্টি
পশুপাখি আমরা বাঁচি , বাঁচুক সৃষ্টি ।