ক্ষতবিক্ষত আমার শরীর
দিনের পর দিন অঙ্গপ্রতিস্থাপন
চেনা মুখ চেনা অবয়ব হারিয়ে যায়
পল্লীবাংলার কোলে গড়ে ওঠা শরীরে ছিল
বিদ্যাসাগরিক পরশ , রাবীন্দ্রিক স্নেহ
বঙ্কিমী প্রভাব এখন অতীত , চেনা শব্দ হারিয়ে যায়
ঔপনিবেশিক প্রভাবে কিম্ভুতকিমাকার চেহারা ।
এই তো সেদিন রাতে স্বপ্ন দেখেছি
উড়তে উড়তে পালক ঝরে ঝরে কখন ঝুপ করে পড়ে গেছি
পড়ে গেছি তবুও মরিনি মেলে আছি চোখ
কোন কোন মায়াবী মুখ কানে কানে বলে ,
কী যে বলেছিল ঠিক মনে নেই
আবছা আবছা মনে আছে
ঢাকা কোলকাতা আসানসোল চট্টগ্রাম থাকবে
সেখানে তুমি বাংলা হবে নির্বাসিত !