সিমলে থেকে করতে বাজার
বাংলায় আসে নাড্ডা
নাড্ডাবাবু জানতো না যে
হেথায় অনেক গাড্ডা ।
পাঁকভরা এক গর্তে পড়ে
ঘুরছে মাথা ভোঁ ভোঁ
তুলতে টেনে ছুট্টে এলো
নিমাই ঘোষের পো ।
পাঁকে পড়ে সারা গায়ে
লাগলো অনেক কাদা
রূপনারানে ডুব দিয়ে নে
বললো শিশির দাদা ।
বাংলার মাটি শক্ত জমিন
দাঁতফোটানো দায়
আঘাত করতে এলে হেথায়
পাল্টা আঘাত পায় ।
সবং থেকে লেবং গিয়ে
ধরতে গেল চ্যাং
পাহাড়ী সব লোকে এসে
মারলো বহুত ল্যাং ।
পাহাড় থেকে নেমে তারা
এলো শিলিগুড়ি
সেথা ছিল মস্ত বড়
একটা জাদুবুড়ি ।
ছুঃ মন্তর বলে বুড়ি
হাতে দিল দানা
পদ্মবীজের দানাগুলো
খেতে ছিল মানা ।
এটা ওটা কুড়িয়ে খাওয়া
তাদের ছিল পেশা
পদ্মবীজের দানা খেয়ে
চড়লো তাদের নেশা ।
নেশার চোটে দিচ্ছে তারা
যাকে-তাকে কামড়ে
পাবলিকে সব লাঠি দিয়ে
দিল তাদের দাবড়ে ।
দাবড়া খেয়ে চললো ছুটে
যে যার ঘরবাড়ি
তারা এখন একঘরে যে
সবাই দিল আড়ি ।