বাংলায় বলো নেতাই দা গো
বাংলা  মায়ের ভাষা
ভাষণ শুনবো বলে আমার
এতদূরে আসা ।
গিরিদাদা বলেছিল
ভাষণ শুনতে গেলে
লক্ষ লক্ষ টাকা ছাড়াও
অনেক কিছু মেলে ।
খটমট কোন্ সে ভাষা
বলছো তুমি ভাই
আমরা যে তার কিছুমাত্র
বুঝি কি তা ছাই !
বললে তুমি , কেম্ ছে না , কী ?
তেলেগু না হিন্দি ?
তনে প্রেম করু ছু কি তবে
চটকে দেব পিণ্ডি ?
বাংলা ভালোবাসলে তুমি
বাংলা আগে শেখো
বুঝবে তখন তোমার ভাষণ
শুনবে সবাই দেখো ।
হাত পা নেড়ে অঙ্গভঙ্গি
যতই করে যাও না
তবুও তুমি কোনমতে
বাঙালির মন পাবেনা ।
ভাষাই যদি না বুঝি গো
কিসের তুমি নেতা
যত বড়োই হও না কেন
হোক না বড় কেতা ।