বিশ্বে রোজ যে  কত শিশু মরে অনাহারে অপুষ্টিতে
তাদের কথা ভাবার সময় নেই আমাদের কৃষ্টিতে ।
হাড়পাঁজরা বের করা সব দেখলে জাগে মমতা
তাদের গালে মাছি  বসে , তাড়ানোর নেই ক্ষমতা ।
বিয়েবাড়ি কিংবা বাড়ি বা রেস্তোরাঁয় হোটেলে
উদ্বৃত্ত সব খাবার কত অনায়াসে দেয় যে ফেলে ।
সুদানে যাও , সিরিয়ায় যাও , অথবা ঐ নামিবিয়ায়
দেখবে কত মরছে শিশু , কারো তাতে কী আসে যায়
উড়ছে শকুন মাথার উপর কখন মরে সেই অপেক্ষা
চোখের সামনে এমন দৃশ্য কল্পনাতেও  যায়না দেখা ।
বাসযোগ্য বিশ্ব তো আর একটা ছাড়া  দুটো না পাই
অপচয়ের পাহাড় করে বাড়াভাতে দিচ্ছে মানুষ ছাই ।