তুমরা যে কী বলো
তুমাদের কুনো কথা শুনিবটে নাই
মুদিভাই এসেছিল বইলেক তো হামরা বাঁইচলাম
হামাক কত কী দিচ্ছে
এখনো কত কী দিবেক
ই ভাতা , উ ভাতা -- পকেট ভইরা গেইবটে
পলেরো লইখ্খো ইকুনো ফুরাক লাই
আর উ মটা ভাই আছেক নাই
উ লক তো আরো কুত কী শুঁনাচ্ছেক
হামাগো দেশকে পাশের দেশ গেলছেল বটেক
তখন উ লকের সেনা তো বাঁচ্চাইয়া দিলেক
মন্দিরে মন্দিরে দেশ ভরাইয়া দিবেক বটেন
আম মন্দির হইবটে
অযুদ্ধা না কী একটা জায়গা আছে না , উখানে
দেশকে বিদায় হইবেক বাইরের লক
ইদেশে আর থাকবেক না
এন আর সি না কী হইবে বটেন
হামাদের তু ভয় নাহিক
হামরা কুত্ত সুখে থাইকব বটেক
আর দেরি লয়
বেলা যে পড়ে এল ভটকে চল ।
( শুনিবটে--শুনবো ; মুদিভাই--মোদী ভাই ; বইলেক -- বলে ; হামরা -- আমরা ; হামাক--আমাকে ; দিবেক -- দেবে ; গেইবটে -- গেছে ; আম -- রাম ; অযুদ্ধা --অযোধ্যা ;লক -- লোক ; কুত্ত -- কত ; ভটকে -- ভোট দিতে )