নবজাতক  মাতৃস্তন্য মায়া মমতা ভালোবাসা না পেলে বেড়ে ওঠেনা
একজন শিশু ভালোবাসা সঠিক পথপ্রদর্শন চায় বেড়ে উঠতে
কিশোরও সঠিক পথপ্রদর্শক না পেলে বিপথগামী হয়
বেঁচে থাকলে হলে রসদ চাই
অঙ্কুরিত বীজ যেমন পরিচর্যা না হলে শুকিয়ে যায়
আমরাও তেমন যখন  যেটা দরকার সেটা না পেলে
মনের পরিপুষ্টি পাই না , অকালে শুকিয়ে যাই
পূর্ণ যৌবনে কাজ না পেলে মস্তিষ্ক অলস হয়
আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা
এই সময়েই প্রয়োজন উপযুক্ত সঙ্গী
যে তাকে সঙ্গত দিতে পারে
যৌবনেই প্রয়োজন ভবিষ্যতের পাথেয়
খাদ্য বস্ত্র বাসস্থান যেমন প্রয়োজন
তেমন প্রয়োজন ঠিক সময়ে ঠিক জিনিসের
বার্ধক্যের নিঃসঙ্গতা তো নরকবাস
খাদের কিনারে অবস্থান ; রসদ
যৌবনেই সংগ্রহ করে রাখতে হয়
পিঁপড়েদের  শীতের খাদ্যসংগ্রহের মতো !