একমুঠো ভাত , একহাতা ডাল , একবাটি পুঁইশাক  
আর একটু নুনের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়ায়
এ-গ্রাম ও-গ্রাম এ-শহর সে-শহর রাজ্য থেকে রাজ্যান্তরে
দিশেহারা মানুষ একমুঠো ভাতের জন্য
দিশেহারা মানুষ দৈনন্দিন কাজের জন্য
জমিতে চাষ নেই , জনমজুরের কাজ নেই
ফসলের দাম নেই , সার কীটনাশকের দাম আকাশছোঁয়া
পাটের দাম নেই তুলোর দাম নেই
বস্ত্রের দাম দেখে পিছিয়ে আসতে হয়
ছেঁড়া কাপড়ে তালি লাগাতে হয়
কারখানা বন্ধ , শ্রমিকের কাজ নেই
একশ টাকার নোট দেখিনা , দু হাজার টাকার নোট কী হবে
আজ ভাত দেওয়ার মুরোদ নেই
কিল মারার গোঁসাই আছে
দিনে দিনে আমরা নৈরাজ্যের অন্ধকারে ডুবে যাচ্ছি
কী হবে শেষে কে বলতে পারে !