নাই বা খেলি ফুটবলের ওই বিশ্বকাপে
আমরা আছি বিপুল জনতার এক চাপে
এত লোকের কাকে বাছি কাকে দেব বাদ
হৈ হৈ কাণ্ড বাধবে তখন জীবন বরবাদ
তাই বলে তো থাকি না দূরে সবাই দেখি খেলা
টিভির সামনে গলা ফাটাই আলোচনা দুবেলা
প্রিয় দেশের পতাকাটি টাঙাই রাস্তার মোড়ে
তাদের জয়ে লাফিয়ে উঠি বন্ধুর পিঠে চড়ে ।
আমরা খেলি অনেক খেলা কাদা ছোড়াছুড়ি
জাতিগত দাঙ্গা খেলায় পাবে না এমন জুড়ি
দলাদলি রাজনীতি আর মিটিং মিছিল করে
খেলার সময় পাইনি আর সারা জীবন ধরে ।
কিন্তু বাপু আমরা জানি ফুটবলের নাড়ির খবর
আমাদের দোষ খুঁজলে , জ্যান্ত তোমার কবর।
ভীষণ ভালো খেলি ,জানিনা তোমরা জানো কী না
আমরা খেললে বিশ্বকাপে হারতো আর্জেন্টিনা
বানর হনু পশু পাখি জানে দূর আকাশের চিল
আমরা খেললে হারতো বটেক ঐ যে ব্রাজিল ।
তাছাড়া তো পরের গায়ে লাথিমারা ভীষণ অপরাধ
তাই তো আমরা খেলিনা বল , দিয়েছি তাকে বাদ ।
নত হয়ে পায়ে ধরে ক্ষমা চাওয়া প্রণাম করার ছলে
সেই কারণেই আমরা খেলি কবাডি জয়ী বিশ্বদলে।