আমায় দেখে হঠাৎ তুমি
ঘুরিয়ে নিলে মুখ ?
নই তো মোটেও দৈত্য কিংবা
পাষাণ গড়া বুক !


নেই তো আমার লেজুড় কোন
কিংবা পিছুটান
তবে কেন করছো আমার
বুকখানা খানখান !


আমার কথা সরল কথা
যাচ্ছে না কি বোঝা ?
দৃষ্টি রাখো আমার চোখে
বুঝবে তুমি সোজা ।


তোমায় ছুঁতে ইচ্ছে আমার
আপন করে আপন সাজে
না-পাওয়ার দুঃখ যে মোর
বোবা কান্না হয় যে মাঝে !