তুমি যেন অবিকল বোহেমিয়ান
দেশে দেশে নগরে গ্রামে পথে
ওয়েলিংটন বুটের পেষণে
মেরে ফেল নিরীহ প্রাণ বড় নির্মমতায়
বাতাসের হাতল ধরে তুমি পাহাড় থেকে সমতলে
ওঠানামা কর ; প্লেনেও চড় , ট্রেনেও ওঠো
সমুদ্র সৈকতেও তোমাকে দেখেছি
দেখেছি ধুসর মরুভূমির বুকে ।


আমার মনের অবাধ্য পাখিটা
ডানা মেলতে চাইলেও মেলে না পাখা
আবদ্ধ রেখেছে ছোট্ট নীড়ে
বুকের পিঞ্জরে বিশ্বের করুণ আর্তনাদ
প্রবল ঝড়ের দাপটে হারিয়ে যায় ।


উহান থেকে বেরিয়ে আলেয়ার আলো নিয়ে
কোথায় রাখোনি তোমার পদচিহ্ন
প্রবাল ঝঞ্ঝার দাপটে আমরা হারিয়ে যেতে চলেছি ।