বহুদিন প্রতীক্ষায় আছি
কোজাগরী পূর্ণিমায় একসাথে হাঁটবো বলে
জ্যোৎস্নার বন্যায় ভেসে যাবে আকাশ
ভেসে যাবে ধরণী
আলোছায়ার বনানীতে দুজনে পাশাপাশি
কাছাকাছি তোমার রবীন্দ্রসঙ্গীতে শুনতে শুনতে
হেঁটে যাবো যতক্ষণ না ভোরের আলো ফুটে ওঠে
আমার গোলাপ বাগিচায় অনেক গোলাপ --
একটাও ছিঁড়িনি , মল্লিকা মাথা দোলায় হাওয়ায়
নদীর কূলের মাটি দীর্ঘ প্রতীক্ষা করে আছে
মনের অব্যক্ত কথা ঘাসফুলের মতো
মন ফুঁড়ে উঁকি মারে
জলস্রোতের ধাক্কায় ঘাটেবাঁধা নৌকায়
ছলাত ছলাত শব্দের অনুরণণে
তোমার আসার ডাক বলে প্রতিভাত
এসব বহু কাঙ্ক্ষিত বাসনা নিয়ে
আমি তোমার প্রতীক্ষায় আছি ।