বক ও মাছরাঙা
              জামাল ভড়
একটা সাদা ধুতি পরে
অল্প জলে বক দাঁড়িয়ে ;
মাছরাঙাটি বলছে মাছে ,
যেও না যেন আগ বাড়িয়ে
জ্যান্ত তোমায় মুখেই তুলে
দেবেই দেবে সাবাড় করে
একটাতে ওর মন ভরে না
ধর্মরাজের পোশাক পরে ;
আমরা যদিও মৎস্য-ভোজী
মরা-হাজা-রোগা-তাজা
যেমন-তেমন ছোট বড়
খাই যদিও , না হোক ভাজা ।


বকবাবাজি বলছে হেসে ,
কী যে বল মাছরাঙা ভাই
আমিই কেবল অপরাধী
কাজি তবে ডাকতে যাই !
তোমার মতো কানভাঙানি
দেয় বলো তো কয়জনে ?
তখন থেকেই সন্দেহটা
আমার যে তাই হচ্ছে মনে ।


তখন বলে  মাছরাঙাটি ,
হিংসা করে কী হবে ভাই
আমিও খাই , তুমিও খাও
যে যার শিকার ধরে খাই ।