তুমিই বলেছিলে আসতে
না হলে হয়তো আসতাম না
যদিও মন চাইছিল তুমি বল যেতে
শ্রাবণের এক বর্ষণমুখ সাঁঝে
ভিজতে ভিজতে আমি যখন এলাম
বাইরে বৃষ্টির ঝরঝর ধারার গান
আমি কাকভেজা হয়ে তোমার দ্বারে
ভিতরে ঘুরঘুট্টি আঁধার
দরজায় হাজার কড়া
পৌঁছায় না তোমার কানে
মনের গহিনে "শুনেও শোনে না" উঁকি মারে
-- এও এক ধরনের বঞ্চনা !
চলে যাবো না কী আরও প্রতীক্ষা করবো !