বর্ণবাদী
         জামাল ভড়
গায়ের রঙটি কালো বটে
রক্ত লাল নয় কি ?
তোমার চামড়া ফর্সা বলে
রক্ত সাদা হয় কি ?
আমার পিঠে আঘাত দিলে
পাই বুঝি কি আরাম
পড়লে বাড়ি তোমার পিঠে
ঘুমটি হবে হারাম ।
তোমাকে দেশে গেছি বলে
ভাবছো মগের মুলুক
আমার দেশে এলে তুমি
খুঁজি না আমি সুলুক ।
তোমার যদি রক্ত লাগে
বাঁচতে হলে জানে
তুমি কি খোঁজ নেবে তখন
রক্ত দিল কোন্ জনে ?
কালো মেঘে বৃষ্টি হলে
তোমরা বুঝি নাও না ?
কালো ভ্রমর বসলে ফুলে
তোমরা ফেরত দাও না ।
কালো কোকিল ডাকলে কাছে
উদাস কেন মন ?
কালো সাপে দিলে ছোবল
বুঝবে সাহেবজন ।