কী জানি কেন মনে হয় এর চেয়ে কারাগার ভালো
একা একা থেকে থেকে ক্লান্ত হয়ে গেছি
আলোর দিনগুলো ভুলে গেছি
গভীর অন্ধকারে হাতড়ে খুঁজে চলি ঘরের চাবিটা
কারাগারে থাকলে তাও কাজের মধ্যে থাকতাম
এখন অন্ধকার ঘরে দম বন্ধ
চারিদিকে মৃত লাশের গন্ধ
হাসপাতালগুলোতে আর বেড নেই
যেখানে ডাক্তারও বিপন্ন , জীবন দিতে গিয়ে
জীবন বিসর্জন তবুও মানবতা বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ
এখন দেশে নিরন্ন , নিম্নবিত্ত জীবন রক্ষা করার
লড়াই ভুলে গেছে , কারখানায় শ্রমিক নেই
দিন আনা দিন খাওয়ার উপায় নেই
দেশে এখন বলিষ্ঠ নেতা নেই
যাঁরা আছেন তাঁদের হাঁটু ভাঙা অথবা বন্ধকী
অন্তর্জালে কথার ফুলঝুরি নেতাদের
ফাঁকা লাইন দিয়ে যাত্রীবিহীন ট্রেন
দৈবাৎ রাস্তায় অসুস্থ কাউকে সুকৌশলে
পথ এড়িয়ে চলা ; মাঝেমাঝে এম্বুলেন্সের তীব্র
সাইরেন ; মানুষ মরছে তবুও জীবনরক্ষার তাগিদে
একবার ভূমি একবার আকাশের দিকে তাকিয়ে
এইভাবে চলা দিন আর রাতের মধ্যে ফারাক নেই
উপবাসী পেটে কেবল বিশ্রাম আর বিশ্রাম
কচিকাঁচারাও তিতিবিরক্ত উদার মাঠ হরনে
তবুও মানুষ বেঁচে থাকতে ভালোবাসে
ভালোবাসার স্বপ্ন দেখে দুর্ভিক্ষের মন্বন্তরে
প্রকৃতি এখন ঋতুবতী বেশি
অথচ সঙ্গম করার লোকের অভাব
মানুষের মন ভাবে অনুক্ষণ বিগত দিনের
হিসেবনিকেশ ; গভীর আশা অন্তঃকরণে
একদিন কেটে যাবে তমিস্রার সময়
গোবরার গোরস্থান বা নিমতলা-শ্মশানের পথ এড়িয়ে
আবার আলোকময় জগতে শুরু হবে
অন্তহীন পথচলা প্রিয়জন সহচরে ।