কোথায় গেলি সোনা বুলবুল
মন যে করে বড় চুলবুল !
শঙ্কু টোপর মাথায় দিয়ে
গাছের ডালে বসিস গিয়ে
পোকামাকড় গাছের ফল
খেয়েই বাড়াস গায়ের বল
লড়তে ভালোবাসিস জানি
ইচ্ছে করে ধরে আনি
সকাল সাঁঝে গাইবি গান
লাগবে ভালো , জুড়ায় প্রাণ ।
বুলবুলি রে বুলবুলি
বল না কথা মন খুলি
আয়না কাছে লক্ষ্মী পাখি
চক্ষু ভরে তোকে দেখি !