শেষমেস বাল্টিক সমুদ্রের তীরে দাঁড়ালাম
সুইডেনের রাজধানী স্টকহোমে
উত্তর মেরুর শীতল হাওয়া ছুঁচের মতো ফুটছে
বরফশীতল পানি পায়ের কাছে আছাড় খাচ্ছে
প্রভাতী কিরণে চকচক করছে মরা ঢেউ
অদূরে ছোট ছোট দ্বীপ
এসব দ্বীপ নাকি প্রাইভেট দ্বীপ
কয়েকশো বর্গ ফুটের দ্বীপ কিনে বসবাস করে
কিছু বিত্তশালী লোক ।
যতদিন শ্বাস ততদিন মানুষের আশ
সম্পর্কের টানাপোড়েন
কোন সময় সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হয়
ভাসমান নৌকা টাল খেয়ে পড়ে !
আমি চাইছিলাম আমাকে কেউ শক্ত করে ধরে রাখুক , পাশে পাশে চলুক
তীর বরাবর কিছুদূর হাঁটি
আমাদের পদচিহ্ন পড়ে থাক স্মৃতি হয়ে ।