চাপে থাকা
              জামাল ভড়
ছোট থেকে বুড়ো নাকি থাকে সবাই চাপে
একেক বয়সে চাপ তাই আসে নানা ধাপে ।
ব্যাগভরা বই খাতার চাপ শিশুর কম নয়
তার চেয়ে চাপ তাদের ভোরে ওঠার ভয় ।
যত বড় হয় তারা চাপ বাড়ে দিনে দিনে
পরীক্ষার আগে চাপ শেখা পড়া রাখা মনে ।
লেখাপড়ার শেষে চাপ চাকরিটা পাওয়ার
কিছু না পেলে বাপু চাপ বাড়ে পরা-খাওয়ার
বিয়ে করার আগেও চাপ না থাকে কম
চাপ বাড়ে দিনে দিনে বেরিয়ে যে যায় দম
চাপ দেয় বৌরানি কিংবা পতিদেবজি
চাপে পড়ে অবশেষে চুক্তিতে নিমরাজি ।
রাজনীতির চাপে পড়ে প্রাণ হলো অতিষ্ঠ
চাপ ছাড়া বাঁচা দায় কাজে হলেও নিষ্ঠ ।
বয়স বাড়ার সাথে চাপ বাড়ে শরীরে
রক্তের চাপ বা শর্করার চাপ ধরে আমারে ।
চাপ বাড়ে দিনে দিনে প্রাণ করে হাঁসফাঁস
এই চাপ নিয়ে করি পৃথিবীতে বসবাস ।