আপিলা না , চাপিলারে
তোরা কোথায় গেলি ওরে
আয় না তোরা ঝাঁপিয়ে পড়
আমার ছোট্ট জালটি ভর
বেড়ি পাঁচপোতার এই বাওড়ে
আছিস তোরা আলো করে
মিষ্টি জলে কী যে স্বাদু
তোদের মাঝে আছে জাদু
খয়রা নামেও চেনে লোকে
বেশি দামে কেনে তোকে
মিঠেজলে রুপোর চাষ
হয় দেখি তো বারোমাস ।